নবীনগরে রাস্তা দখলমুক্ত করার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
---
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে জনসাধারনের চলাচলের রাস্তা অবৈধ দখলমুক্ত করার দাবীতে স্কুল কলেজের শিক্ষার্থী ও মানবসেবা সংগঠন গতকাল বৃহসপতিবার (১৭/৮) বিকালে নবীনগর থানা গেইট ও সালাম রোডে মানববন্ধন করে। উপজেলার শত শত শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হাটা আমার অধিকার, রাস্তা থেকে অবৈধ দোকান উচ্ছেদ চাই, পরিস্কার রাখবো থাকবো, ফুটপাত মুক্ত কর, ইত্যাদি বিভিন্ন শ্লোগানের ফেষ্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয়। তারা ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, ইউএনও মহোদয় সালাম রোড দখলমুক্ত করেছেন কিন্তু একটি মহল তাদের ব্যাক্তিস্বার্থে অবৈধ দখলদারদের রাস্তায় বসাতে চেষ্ঠা চালাচ্ছে, আমাদের দাবী ওই রাস্তার মত নবীনগর পৌরসদরসহ সকল স্থানে দখলকৃত সকল রাস্তা মুক্ত করার অভিযান চালিয়ে যাবেন। এছাড়া বাজারের দুর্গন্ধ এবং আবর্জনা রাস্তার আশপাশের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থী ও মানব সেবা সংগঠনের সদস্যরা জনমনে সচেতনতা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।