জাতীয় পার্টি এখন ফ্যাক্টর : এরশাদ
---
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলছেন, রাজনীতিতে জাতীয় পার্টি এখন ফ্যাক্টর। দেশে আগামীতে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করার মতো আর কোন দল নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিই নির্বাচনের মাঠে থাকবে।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার নন্দীবাজার এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আমাদের উপর অনেক নির্যাতন করেছে। কিন্তু তাদের এখন করুণ অবস্থা। আল্লাহ তাদের বিচার করেছে। জাতীয় পার্টি গ্রেট ফ্যাক্টর। জাতীয় পার্টির ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না। আমাদের ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। জাতীয় পার্টির অবস্থা আর আগের মতো নাই। আমরা যদি চেষ্টা করি তাহলে ক্ষমতায় আসতেও পারি।
জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, একান্ত সচিব মেজর খালেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফসহ জেলার পাঁচ উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।