g ফিলিস্তিন-ইসরাইল সংকট নিয়ে ট্রাম্প জামাতার বিরূপ মন্তব্য ফাঁস | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ফিলিস্তিন-ইসরাইল সংকট নিয়ে ট্রাম্প জামাতার বিরূপ মন্তব্য ফাঁস

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৪, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ও ইসরাইল সংকট সমাধান বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিপক্ষে মার্কিন প্রেসিডেন্টের জামাতা জেরার্ড কুশনার করা বিরূপ মন্তব্যের অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া ওই অডিও টেপে কুশনারের মন্তব্যে বেশ তোলপাড় শুরু হয়েছে। খবর মিডলইস্ট মনিটরের।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর কুশনারকে ফিলিস্তিন ও ইসরাইল সংকট সমাধানে ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার দায়িত্ব দেয়া হয়।

ফাঁস হওয়া অডিওতে কুশনারকে বলতে শোনা যায়, ‘ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ও সংকট সমাধানে ‘অনন্য’ কোনো পন্থার ব্যবস্থা করতে পারেনি। আর আমার মনে হয় এই সংকটের কোনো সমাধান নেই, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ‘ কংগ্রেসের এক অভ্যন্তরীণ সভায় এ মন্তব্য করেন ইভাংকার স্বামী কুশনার।

কুশনার সম্প্রতি আল-আকসা নিয়ে ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর সংঘর্ষের বিষয়েও মন্তব্য করেন। তিনি আল-আকসায় ইসরাইলি বাহিনীর মেটাল ডিটেক্টর বসানোর বিষয়টি সমর্থন করেন।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর