গোলপোস্টের পেছনেই প্রকৃতির ডাকে সাড়া!
---
স্পোর্টস ডেস্ক :প্রকৃতির সাড়া দিতে খেলোয়াড়রা মাঠের বাইরে গেলেও এবার মাঠেই সেই কাজ করে ফেললেন একজন। এমন ঘটনাই ঘটেছে উয়েফা ইউরোপা লিগে।
ম্যাচের তখন ৮১তম মিনিট চলছে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ডাক পড়ে ২৩ বছর বয়সী মিডফিল্ডার দিমিত্রিস পেলকাসের। একদিকে মাঠে নামার ডাক, অপরদিকে প্রকৃতি ডাক! কিছুতেই সেই ডাককে উপেক্ষা করাতে পারলেন না পেলকাস। কোনো কিছু না ভেবেই গোলপোস্টের পাশে বিজ্ঞাপন বোর্ডের আড়ালে বসে গেলেন।
গ্রিসের ফুটবল দল পাওক বনাম অলিম্পিক ডোনেৎস্কের ম্যাচে এমন ঘটনা ঘটিয়ে বেশ হাসির পাত্রই হয়েছেন পেলকাস। পাওক দলের এই ফুটবলারের কাণ্ড দেখে অবাক হয়ে যান সতীর্থরাও। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। তবে মাঠে উপস্থিত নারী সাংবাদিকরা বেশ অস্বস্তিকর অবস্থায়ই পড়েন। লজ্জা পেয়ে সরে যান ওখান থেকে।
ফটো সাংবাদিকদের ক্যামেরার ঝলকানিতেও কোনো ভ্রূক্ষেপ নেই পেলকাসের। ওদিকে যাই হোক অর্ধেক কর্ম সম্পাদন করে তো আর মাঠে যাওয়া যায় না। বিজ্ঞাপন বোর্ডের উপর কাজ সেরেই তবে মাঠে নামেন তিনি। সামাজিক মাধ্যমগুলোতে এই ঘটনার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে।