সউদি আরবে তুমুল বৃষ্টি
AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক :সউদি আরবের বিভিন্ন স্থানে মঙ্গলবার প্রবল বর্ষণ হয়েছে। সবচাইতে বেশি বৃষ্টি হয়েছে তায়েফে। এতে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া একটি পশুশালা ধ্বংস হয়ে বেশ কিছু ভেড়া ও অন্যান্য প্রাণী মারা গেছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, লোকটি তায়েফ নগরীর দক্ষিণ অংশে একটি পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানিতে ভেসে গেছে।
পবিত্র মক্কা নগরীতে সামান্য বৃষ্টি হলেও তায়েফসহ ওই অঞ্চলের অন্যান্য এলাকায় তুমুল বৃষ্টি হয়। এতে অনেক স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যাতে অনেক যানবাহন রাস্তায় আটকা পড়ে। সূত্র : সউদি গেজেট