নিউজিল্যান্ড বাংলাদেশে ভেড়ার গোস্ত রপ্তানিতে আগ্রহী
AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩, ২০১৭
---
নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড বাংলাদেশে মৎস্য ও প্রাণিসম্পদন খাতে কারিগরি সহায়তা প্রদানসহ ভেড়ার গোস্ত রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে।
সচিবালয়ে মন্ত্রীর দফতরে বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সাথে বাংলাদশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার জোনা কেম্পকারস মতবিনিময় করেন।
বৈঠকে দেশের দুগ্ধ ঘাটতিপূরণ এবং মেরিনফিশারিজ-খাতে নিউজিল্যান্ডের কারিগরিসহ সার্বিক সহায়তার বিষয়েও আলোচনা করা হয়।
এসময় হাইকমিশনারের আঞ্চলিক কৃষি বিষয়ক এ্যাটাচে নীল কেনিংন্টন এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী ওয়াসি উদ্দিন, মৎস্য অধিদফতরের ডিজি সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি আইনুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।