এবার হেনস্তার শিকার মইন আলি
---
স্পোর্টস ডেস্ক : ভিন্ন অভিযোগে সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হয়েছিলেন ক্রিকেটার মহম্মদ কাইফ। এবার হলেন ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি। সোশ্যাল মিডিয়ায় নিজে একটি ছবি আঁকার পর সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। আর তাতেই পড়তে হল সমালোচনার মুখে। কারন ইসলামে আঁকার কোনও অনুমোদন নেই।
ইসলামের নামে একাধিক বিষয়েই আপত্তি জানান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তাতেই বাড়ে বিপত্তি। যার সাম্প্রতিক শিকার মইন আলি। কিংবদন্তি ভিভ রিচার্ডসের ছবি নিজের হাতে এঁকে পোস্ট করেছিলেন তিনি। কারণটাও ছিল বেশ মহৎ। এ ছবি আঁকার জন্য শুধু ক্রিকেটের প্রতি আবেগই তাঁকে তাড়িত করেনি। আসলে ক্রিকেটারদের ভালর জন্যই ‘ক্রিকেট ইউনাইটেড’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ ক্যাম্পেনের আয়োজন করেছিল। সেখানেই নিজের হাতে ছবি এঁকে সেটি নিলামের জন্য দিয়েছিলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। উদ্দেশ্য ছিল, অর্জিত অর্থ তিনি সংস্থায় দান করবেন, যাতে ক্রিকেটারদের স্বার্থ রক্ষিত হয়।
কিন্তু উলটে তার আঁকা নিয়েই কট্টরপন্থী মুসলিমদের রোষের মুখে পড়তে হয় তাকে। বেশ কয়েকজন নেটিজেন রীতিমতো ক্রুদ্ধ হয়ে তাকে জানান যে, ইসলামে আঁকাআকি করা বেআইনি। অর্থাৎ ইসলামিক আইনে এ ধরনের কাজের কোনও অনুমোদন নেই। একাধিক ব্যক্তি এ নিয়ে তুলোধোনা করেন ক্রিকেটারকে। যদিও এ নিয়ে মইন আর কোনও প্রতিক্রিয়া জানাননি।