উপবৃত্তি টাকার জন্য শিক্ষককে মারধর ॥ আটক ৩
---
মাজহারুল করিম (অভি) : ব্রাহ্মণবাড়িয়া সরকারি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের মাসুদুর রহমানকে অফিস কক্ষের ভিতর বুধবার (২৬ জুলাই) ইন্সিটিউিটের একদল শিক্ষার্থী মারধর করে।
ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ কলেজের ৩ শিক্ষার্থীকে আটক করে। আটকৃত শিক্ষার্থীরা হলেন- শহরের বিরাসার এলাকার তরিকুল ইসলাম (১৯), একরামুল হক (২১) ও শহরের মধ্যপাড়া এলাকার ফয়সাল (২২)।
শিক্ষক মাদুসুর রহমান জানান, প্রতিবছর উপস্থিতির উপর সরকারি উপবৃত্তি দেওয়া হয়। যেসব শিক্ষার্থীর উপস্থিতি শতকরা ৮০ থেকে ৬৫ ভাগ কেবল শুধু তাদেরই। দুপুরে তরিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী এ বছর এইচ.এস,সি পরীক্ষায় ফেল করার পরও তাকে উপবৃত্তি দেওয়ার দাবী করে। এতে রাজি না হওয়ায় তরিকুল ইসলাম কয়েকজন ছাত্রকে নিয়ে তার উপর হামলা করে।
ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, শিক্ষকের উপর হামলার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ৩ ছাত্রকে আটক এবং মামলা রয়েছে।