সার্জেন্টকে মারধরের ঘটনায় জবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
AmaderBrahmanbaria.COM
জুলাই ১৮, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হামলা ও মারধরের ঘটনায় মামলা করেছেন সার্জেন্ট কায়সার হামিদ। দায়িত্বপালন কালে শিক্ষার্থীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে রমনা থানায় তিনি এ মামলা করেন।
মামলায় তিনটি দোতলা বাসের চালক, চালকের সহকারি ও অজ্ঞাতনামা ছাত্রদের আসামি করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসকে উল্টো পথে যেতে বাধা দিলে কয়েকজন ছাত্রের সঙ্গে ওই সার্জেন্টের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টকে মারধর করে বলেও অভিযোগ পাওয়া গেছে।


উচ্চ মধ্যম আয়ের লক্ষ্য অর্জনে ঢাকার আধুনিকায়ন প্রয়োজন