g ‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবে নগরবাসী’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবে নগরবাসী’

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৮, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : সবার ঐক্যবদ্ধ প্রয়াসে অল্প কিছু দিনের মধ্যে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দারা মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন মেয়র সাঈদ খোকন। আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার মহিলা কলেজের সামনে চিকুনগুনিয়া-রোধে সচেতনতামূলক র‌্যালি শেষে এ মন্তব্য করেন তিনি।

সাঈদ খোকন বলেন, সব পেশাজীবী, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক সংগঠন যে যার অবস্থান থেকে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি সমাবেশ করুন। এদিকে, ৫৭টি ওয়ার্ডে একযোগে চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সমাবেশের পূর্বে মেয়রের নেতৃত্বে পুরো ভিক্টোরিয়া পার্ক এলাকা ঘুরে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর