একটি কারণে চমক হারাবে এবারের বিপিএল
---
স্পোর্টস ডেস্ক :চলতি বছরের নভেম্বরে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আসরটি শুরু হতে এখনো প্রায় ৪ মাসেরও বেশি সময় বাকি। ধারণা করা হচ্ছে একটি কারণে এবারের বিপিএল হারাবে তার পুরানো ঐতিহ্য। কমে যেতে পারে এর চমক। কারণ একই সময়ে অর্থাৎ নভেম্বরে প্রথমবারের মতো ঘরোয়া লিগ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দক্ষিণ আফ্রিকায়ও আয়োজিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের আসর ‘গ্লোবাল টি-টোয়েন্টি’। আসন্ন লিগটিতে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেবে একাধিক বিদেশি ক্রিকেটার। যার ফলে অনেক বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর লক্ষ্য থাকলেও ব্যস্ত মৌসুমের ফলে তা করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।
এ নিয়ে ‘বসুন্ধরা গ্রুপের’ মালিকাধীন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে। যার ফলে বিপিএলের আকর্ষণে তা কিছুটা হলেও প্রভাব পড়বে।’
এদিকে নিজেদের পছন্দের তালিকা থাকা স্বত্বেও অনেক বিদেশি ক্রিকেটারকে টানতে পারছেন না দল গুলো। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অন্য সময় হলে দলে আরো মানসম্পন্ন ও পছন্দের ক্রিকেটারদের নিতে পারতেন বলেও মনে করছেন সাদেক। বলেন, ‘গ্লোবাল টি-টোয়েন্টি কিংবা বিপিএল যদি অন্য সময়ে হতো, তাহলে আমরা আরো কিছু উচ্চ পর্যায়ের ক্রিকেটার পেতে পারতাম।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টির তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে ইতোমধ্যে বিপিএলের জন্য রংপুর রাইডার্স নিশ্চিত করলেও একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকার ফলে বিপিএলের পুরো আসর জুড়ে রংপুরের হয়ে খেলতে পারবেন না তিনি।