g কৃষ্ণা কাবেরী হত্যা: জহিরুলের জামিন নামঞ্জুর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কৃষ্ণা কাবেরী হত্যা: জহিরুলের জামিন নামঞ্জুর

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৩, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষক কৃষ্ণা কাবেরী বাইন হত্যা মামলার একমাত্র আসামি কে এম জহিরুল ইসলাম পলাশের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিন জামিন আবেদন নাকচ করেন।

জহিরুল ইসলাম পলাশের পক্ষে শুনানি করেন উজ্জল প্রসাদ কানু। শুনানিতে তিনি বলেন, এ মামলায় জহিরুল ইসলাম পলাশকে জড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তাই আমি তার জামিন প্রার্থনা করছি।

এ মামলায় আজ কৃষ্ণা কাবেরী বাইনের ভাসুর (স্বামীর বড় ভাই) সুধাংশু শেখর বিশ্বাসকে জেরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। এজন্য আদালত আগামী ২৭ জুলাই জেরার দিন ধার্য করেছেন।

গত ২৫ জুলাই সুধাংশু শেখর বিশ্বাসের জবানবন্দি শেষে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে ওই দিন তার জেরা শেষ হয়নি।

এদিন আসামি কে এম জহিরুল ইসলাম পলাশ আদালতে হাজির ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপ-পরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বাইন। ওই ঘটনায় সীতাংশু শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন গত বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ২০ এপ্রিল জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।