ইউটিউবে গ্যাংনামের রেকর্ড ভাঙল সি ইউ এগেন (ভিডিও)
---
বিনোদন ডেস্ক : ২০১২ সালে একটি ভিডিওর দৌলতে কোমর দুলিয়েছিল গোটা বিশ্ব। দক্ষিণ কোরীয় গায়ক সাঁই এর গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’-এ বুঁদ হয়েছিল গোটা দুনিয়া।
সাঁই এর গানটি ইউটিউবে প্রায় ২৮৯ কোটি ৫০ লাখ বার দেখা হয়েছিল। সাঁইয়ের গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’ই প্রথম গান যা ইউটিউব ইতিহাসে ১০০ কোটি ভিউয়ারের মাইলস্টোন পেরিয়েছিল।
কিন্তু এ বার গ্যাংনাম স্টাইলকে পেছনে ফেলে সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল উইজ খলিফার ‘সি ইউ এগেন’।
মঙ্গলবার সকালেই ‘গ্যাংনাম স্টাইল’-এর রেকর্ড ভেঙে ২৮৯ কোটি ৭০ লাখের চৌকাঠ পেরিয়েছে আমেরিকান র্যাপার উইজ খলিফার এই গান।
মিউজিক ভিডিওটিতে একটি অন্যতম চরিত্রে রয়েছেন গায়ক চার্লি পুথ।
২০১৫-র অ্যাকশন ছবি ‘ফিউরিয়াস ৭’-এ ছিল খলিফার ‘সি ইউ এগেন’।
২০১৩-য় পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই রেকর্ড করা হয়েছিল ‘সি ইউ এগেন’।