ব্রাহ্মণবাড়িয়ায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
---
তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেল পৌনে চারটা থেকে প্রায় ৫টা পর্যন্ত আমিনপুর ও ছয়বাড়িয়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।
তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রর্তক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে আমিনপুর গ্রামের একটি ছাগল ছয়বাড়িয়া গ্রামের এক জমিতে ঘাস খেতে গেলে ছাগলটিকে আটকে রাখে ছয়বাড়িয়ার লোকজন। তবে ছাগলটি ছয়বাড়িয়া গ্রামের কারা ছাগলটিকে আটক করে সেটি স্পষ্ট করে জানা যায়নি।
এ ঘটনায় পরক্ষণে উভয় গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নবীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করেছে।আর এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।