g দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি কিশোর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৫ই অক্টোবর, ২০১৭ ইং ৩০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি কিশোর

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন অ্যাওয়ার্ড (ডিআইকিউএ) প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি কিশোর মোহাম্মদ তরিকুল ইসলাম (১৩)।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিযোগিতার সমাপনীতে তরিকুলকে সেরা প্রতিযোগী ঘোষণা করা হয়।

সেরা হওয়ার পুরস্কার হিসেবে তরিকুলকে দেওয়া হয়েছে আড়াই লাখ দিরহাম বা ৫৪ লাখ ৯০ হাজার টাকা। তার হাতে এই পুরস্কার তুলে দেন দুবাই পুলিশ ও জননিরাপত্তা বাহিনীর ডেপুটি চেয়ারম্যান শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

প্রতিযোগিতায় তরিকুল আরেকটি পুরস্কার পেয়েছে। ‘সুললিত কণ্ঠ’ ক্যাটাগরিতে চতুর্থ হয় সে।

দুবাই শহরের আল মামজারে অবস্থিত দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সারা বিশ্বের ৮৯ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তরিকুলের প্রথম হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক হুজায়ফা সিদ্দিকী। সে দ্বিতীয় স্থান লাভ করে।

বার্ষিক এই কোরআন প্রতিযোগিতার নবম রাতে তরিকুল দুবাই চেম্বারের কানায় কানায় পূর্ণ মিলনায়তনে কোরআন পাঠ করে।

এ জাতীয় আরও খবর