g ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে তারা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে তারা

AmaderBrahmanbaria.COM
জুন ১৫, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :আরেকটি বাংলাদেশ-ভারত ম্যাচ। ক্রিকেট বিশ্বের আরেকটি উত্তেজনার উপলক্ষ্য। ক্রিকেটের নব্য পরাশক্তি বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির ফ্ল্যাগশিপের কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে অংশ নিতে যাচ্ছে। অন্যদিকে ভারত খেলতে যাচ্ছে টানা তৃতীয় সেমিফাইনাল। ২০১৫ বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া।

দুই দলের লড়াই যে উত্তেজনার পারদ ছড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার মাঠে শক্তি ও সামর্থ্যের প্রমাণের পালা। দুই দলের একাধিক ক্রিকেটার ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে!

এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক:

ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়তে হলে সাকিবকে করতে হবে ৩২ রান। ওয়ানডেতে সাকিবের রান ৪৯৬৮।

ওয়ানডেতে ৫০০০+ রান ও ২০০+ উইকেট নেওয়ার কীর্তি গড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে এ মাইলফলক ছুঁতে যাচ্ছেন সাকিব। এ রেকর্ডবুকে রয়েছেন সনাৎ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক। নাম্বার ওয়ান অলরাউন্ডারের এখন ৩২ রানের অপেক্ষা।

মুস্তাফিজুর রহমান আজ ৬ উইকেট পেলে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করবেন। ২১ ওয়ানডেতে মুস্তাফিজের উইকেট ৪৪টি।

দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ার হাতছানি মুস্তাফিজের সামনে। ৩২ ম্যাচে ৫০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। মুস্তাফিজ ১৩ ম্যাচে ৪ উইকেট পেলে নতুন রেকর্ড গড়বেন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ১৭৬ ওয়ানডে। ১৭৫ ওয়ানডে নিয়ে পরের স্থানটিতে রয়েছেন মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। আজকের ম্যাচ দিয়ে মুশফিকুর রহিম ছাড়িয়ে যাবেন মোহাম্মদ আশরাফুলকে।

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০ ক্যাচের মাইলফলক ছুঁতে মাহমুদউল্লাহ রিয়াদকে ২টি ক্যাচ নিতে হবে। ৫৪ ক্যাচ নিয়ে সবার উপরে মাশরাফি বিন মুর্তজা।

ওয়ানডেতে ১০০০ রান পেতে ৪১ রান করতে হবে সৌম্য সরকারকে। ২৯ ইনিংসে সৌম্যর রান ৯৫৯।

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনশ ওয়ানডে খেলতে যাচ্ছেন যুবরাজ সিং। এর আগে তিনশ ম্যাচের মাইলফলক অতিক্রম করেছেন মোহাম্মদ আজহার উদ্দীন, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়।

ওয়ানডে ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করতে ৮৮ রান চাই বিরাট কোহলির। সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়ার অপেক্ষায় ভারতের অধিনায়ক।

অন্যদিকে দ্রুততম ৮০০০ রানের রেকর্ড গড়ার হাতছানিও ভারতের অধিনায়কের সামনে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৮০০০ রান পূর্ণ করেছেন ১৮২ ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে আজ ১৭৫তম ইনিংস খেলবেন কোহলি।

১৫০ উইকেট পেতে হলে ৪ উইকেট পেতে হবে ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে। নামের পাশে ১৪৬ উইকেট নিয়ে আজ মাঠে নামবেন ডানহাতি স্পিনার।

এ জাতীয় আরও খবর