শুক্রবার, ১৬ই জুন, ২০১৭ ইং ২রা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ৬১

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাঙামাটিতে। সেখানে ৩৫ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।

নিহত ৩৫ জনের মধ্যে সেনাবাহিনীর পাঁচ জন সদস্য রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।

ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুজন অফিসার রয়েছে। এখনো কয়েকজন সেনা সদস্য নিখোঁজ আছে বলে তারা জানিয়েছেন। তবে সেনা সদস্য নিহত হবার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

পাহাড় ধসে বান্দরবানে ছয় জন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং চন্দনাইশে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে আরো চারজনের মৃত্যু হয়েছে।

তবে সব জায়গায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর