g আবারও র‌্যাংকিং ছয়ে বাংলাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩০শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

আবারও র‌্যাংকিং ছয়ে বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিউজিল্যান্ডের বিপেক্ষ দুরন্ত জয় দিয়ে ফের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর আবারও সাতে নেমে যায় টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারো সেই নিউজিল্যান্ডকে হারিয়ে লঙ্কানদের টপকে নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধার করেছে মাশরাফিবাহিনী।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ ৯৫ পয়েন্ট নিয়ে আছে সাতে। আর ৯৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। ফলে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি র‌্যাংকিংয়ের আপডেট প্রকাশ করলেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে টপকে আবারও ছয়ে চলে আসবে। সেই সঙ্গে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ আরও সুগম হবে।

এর আগে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে ৯৩ পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে যায় বাংলাদেশ। ওই সময় শ্রীলঙ্কার সঙ্গে সমান রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয় নাম্বারে থাকে বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজয়ের কারণে ১ রেটিং পয়েন্ট কমে যায় বাংলাদেশের। সেখানে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারালে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৪ হয়। আর নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের রেটিং এখন ৯৫।