শুক্রবার, ১৬ই জুন, ২০১৭ ইং ২রা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

রোনালদো নৈপুণ্যে পর্তুগালের বড় জয়

AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : ক্লাবের পরে এবার জাতীয় দলের হয়েও দুরন্ত পারফরম্যান্স দেখালেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদো নৈপুণ্যে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। রোনালদো দলের হয়ে গোল করলেন এবং করালেন। তাতে পর্তুগালও পেয়েছে সহজ জয়। লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

গত নভেম্বরে নিজেদের মাঠে লাটভিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল পর্তুগিজরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে শুক্রবার (৯ জুন) লাটভিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসা রোনালদো। অন্য গোলটি আন্দ্রে সিলভার।

প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে গোলের দেখা পায় পর্তুগাল। জোসে ফোন্তের হেড পোস্টে লেগে ফেরার পর ফিরতি হেডে ফাঁকা জালে বল পাঠান রোনালদো। দারুণ ফর্মে থাকা চারবারের বর্ষসেরা ফুটবলার এই নিয়ে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচে গোল করলেন।

৬৩তম মিনিটে আরেকটি সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। বদলি মিডফিল্ডার রিকার্দো কারেসমার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে উপরে উঠে যায়। আর সেটাই গোলমুখ থেকে হেডে লক্ষ্যভেদ করেন ক্লাবের হয়ে ২০১৬-১৭ মৌসুমে ৪২ গোল এই তারকা।

জাতীয় দলের হয়ে শেষ পাঁচ ম্যাচে ১১টি গোল করলেন রোনালদো। পর্তুগালের ইতিহাসের রেকর্ড গোলদাতার এটি ৭৩তম গোল।

চার মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন পোর্তোর ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। রোনালদোর পাস ধরে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। এবারের বাছাইপর্বে এটা তার ষষ্ঠ গোল।

এই জয়ের পর ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। আরেক ম্যাচে ফারো আইল্যান্ডসকে ২-০ গোলে হারিয়েছে শীর্ষে থাকা সুইজারল্যান্ড। সবকটি ম্যাচ জেতা সুইসদের পয়েন্ট ১৮।

গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরিকে ১-০ গোলে হারিয়েছে অ্যান্ডোরা। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে হাঙ্গেরি। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে ফারো আইল্যান্ডস। পঞ্চম স্থানে থাকা অ্যান্ডোরার পয়েন্ট ৪। লাটভিয়ার পয়েন্ট ২।

এ জাতীয় আরও খবর