পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার আজ
AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭

---
নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রবিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে ইফতারে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াতপত্র পৌঁছানো হয়েছে বলে জানা যায়।
গণভবনে প্রধানমন্ত্রী আয়োজিত এ ইফতারে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, কবি, লেখক, সঙ্গীতশিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
এর আগে, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বিচারক, কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতার আয়োজন করেন।
মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক খবর প্রকাশে বিরত থাকুন: মির্জা ফখরুল
সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় : ফখরুল


ইউএনএ’র বাইরে কোনো জোট গঠনের প্রশ্নেই ওঠে না : এরশাদ

