g অস্ট্রেলিয়ার ৪ উইকেটের পতন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৩ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ৪ উইকেটের পতন

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ড। ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যদি আজকের ম্যাচে হেরে যায় তাহলে এবারের আসর থেকে তাদের বিদায় নিতে হবে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিদায়ে নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল।

এমন একটা সমীকরণকে সামনে রেখে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে অজিরা। ম্যাক্সওয়েল ১ এবং ত্রাভিস হেড ১৬ রান নিয়ে ব্যাট করছেন।

এদিন শুরুটা ভালো করে ডেভিড ওয়ার্নার এবং অ্যারইন ফিঞ্চ। তবে ৪০ রানের মাথায় ওয়ার্নারকে ব্যক্তিগত ২১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মার্ক উড।

এরপর ফিঞ্চ এবং অধিনায়ক স্টিভ স্মিথ মিলে বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দিতে থাকে। ভয়ংকর হয়ে উঠতে থাকেন স্মিথ ও ফিঞ্চ। ৯৬ রানের এই জুটি ভাঙেন বেন স্টোকস। ৬৮ রানে ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ফিঞ্চ।

তবে একপ্রান্তে যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন স্মিথ। ময়েচেজ হেনরিকস মাত্র ১৭ রান করে আদিল রশিদের বলে লিয়াম প্লাঙ্কিটের হাতে ধরা পড়েন। এরপর অধিনায়ক স্মিথও ৫৬ রান করে উডের বলে প্লাঙ্কিটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এ জাতীয় আরও খবর