g সস্ত্রীক চিকুনগুনিয়ায় আক্রান্ত শিক্ষামন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২০শে আগস্ট, ২০১৭ ইং ৫ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সস্ত্রীক চিকুনগুনিয়ায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও। বর্তমানে নিজ বাসস্থানে বিশ্রামে রয়েছেন এ দম্পতি। তাদের চিকিৎসাও চলছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী কর্মকর্তা (এপিএস) জাকির হোসেন বলেন, গত কয়েকদিন থেকে শিক্ষামন্ত্রী অসুস্থতা বোধ করছিলেন। বুধবার রাতে মন্ত্রী বেশি অসুস্থতা বোধ করেন। মাঝরাতে মন্ত্রী ও তার স্ত্রী মাত্রারিক্ত জ্বরে আক্রান্ত হন।

‘এরপর আজ (বৃহস্পতিবার) সকালে তাদের দু’জনকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা শিক্ষামন্ত্রী ও তার স্ত্রীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা’- বলেন জাকির হোসেন।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষামন্ত্রী ও তার স্ত্রী সরকারি বাসভবনে বিশ্রামে রয়েছেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। আগামী এক সপ্তাহ মন্ত্রী ও তার স্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ কারণে জরুরি ফাইল ও নতুন বাজেট সংক্রান্ত কাজ বাসভবনে নিয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর স্বাক্ষর করানো হচ্ছে।

এদিকে শিক্ষামন্ত্রী জ্বরে আক্রান্ত হওয়ায় স্থবিরতা দেখা দিয়েছে মন্ত্রণালয়ে। নির্ধারিত অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আমন্ত্রিত থাকলেও বুধবার থেকে তিনি অংশগ্রহণ করতে পারছেন না।

শিক্ষামন্ত্রীর তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান জাগো নিউজকে বিষয়টি জানান।