নবী করিম (সঃ) কে নিয়ে কুটক্তি: জাবি শিক্ষার্থী গ্রেফতার
---
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পল্লব আহম্মেদ কে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও কিছু ইসলামী বই জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ঔই শিক্ষার্থী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের ব্যাংকার মোসলেম উদ্দিন আহমেদ ধনী মিয়ার পুত্র।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানার পুলিশ শিবালয় উপজেলার টেপড়া এলাকার নুরুল ইসলামের ভাড়া বাসা থেকে পল্লবকে আটক করা হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। ঘিওর থানার উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত ২৬ মে জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী পল্লব আহমেদ তার ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ সঃ ও ইসলাম সম্পার্কে কুটক্তি করে লিখেছেন, জঙ্গীবাদের আবিস্কারক তথাকথিত নবী হযরত মুহাম্মদ (সঃ)।
হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে এই কুটক্তি করায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালরে আরেক শিক্ষার্থী ইমরান ফয়সাল নামের এক ছাত্র ঢাকার আশুলিয়া থানায় পল্লব আহমেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অপরাধীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানায় হওয়ায় আশুলিয়া থানা অভিযোগের কপি ঘিওর থানায় পাঠায়।
উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আরো জানায়, আসামী পল্লব আহমেদকে শিবালয় উপজেলার টেপড়া এলাকা থেকে গ্রেফতার করায় তার বিরুদ্ধে শিবালয় থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে মানিকগঞ্জ ডিবি কার্যলায়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে কোর্টে পাঠানো হবে।