g দলে কৌশলগত কিছু পরিবর্তন আনা প্রয়োজন: আশরাফুল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

দলে কৌশলগত কিছু পরিবর্তন আনা প্রয়োজন: আশরাফুল

AmaderBrahmanbaria.COM
জুন ৮, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক: আগামীকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। আজ থেকে প্রায় ১২ বছর আগে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

সেই কার্ডিফের মাঠেই যখন টাইগারদের জন্য বড় ম্যাচ তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যেতে চাইলে দলে চার পেসার নেবার পরামর্শ আশরাফুলের।

আশরাফুলের মতে, দলে কৌশলগত কিছু পরিবর্তন আনা প্রয়োজন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই এইসব ঠিক করা উচিত বলে মনে করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিন পেসারের পরিবর্তে দলে চারজন পেসার চান আশরাফুল। টুর্নামেন্ট এখন পর্যন্ত ৬৩.২ ওভার বল করেছে বাংলাদেশ। অন্যদিকে উইকেট নিয়েছে মাত্র তিনটি। যার মাঝে দুইটি পেয়েছেন পেসাররা। অপর উইকেটটি পেয়েছেন সাব্বির রহমান।

বোলিং প্রসঙ্গে আশরাফুল বলেন, “আসলে আগের দুই ম্যাচে আমাদের বোলিং বিশ্বমানের হয় নি। এদিকে আগের ম্যাচে আমরা ব্যাটিংও ভালো করতে পারিনি। তবে সবমিলে প্রধান সমস্যা হলো বোলিং। যা আমাদের অন্য দলগুলোর থেকে পিছিয়ে দিচ্ছে।”

আশরাফুল আরো যোগ করেন, “যদি বোলাররা ভালো করতে না পারে তাহলে তাহলে ম্যাচ জেতা অসম্ভব। বোলারদের তাদের দায়িত্ব কাঁধে নিতে হবে।”

আশরাফুলের মতে এমন আবহাওয়ায় আসলে ভালো করা অনেক কঠিন। তিনি বলেন, “সত্যি বলতে, এমন আবহাওয়ায় আমাদের ভালো করা অনেক কঠিন। এমন আবহাওয়ার সাথে আমাদের ক্রিকেটাররা অভ্যস্ত না। যদিও তারা সেখানে প্রায় এক মাস থেকে আছে। তারপরেও অন্যান্য দলগুলোর থেকে এমন আবহাওয়ায় বাংলাদেশ সবসময় পিছিয়ে থাকবে।”

এ জাতীয় আরও খবর