g কাতারের আমিরকে ট্রাম্পের ফোন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

AmaderBrahmanbaria.COM
জুন ৮, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার সংকট নিরসনে এসময় তিনি শেখ তামিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

মার্কিন দৈনিক দ্যা হিল জানায়, বুধবার সকালের ওই ফোনালাপে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। মতপার্থক্য নিরসনে সহায়তার প্রস্তাব দেন তিনি। প্রয়োজনে হোয়াইট হাউজে এ বিষয়ে বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট সন্ত্রাসী সংগঠনের অর্থায়ন প্রতিরোধে এবং চরমপন্থী আদর্শবিষয়ক প্রচার বন্ধে সকল দেশকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন। এ সংকট নিরসনে প্রয়োজনে হোইট হাউসে বৈঠকেরও প্রস্তাব তিনি।’

উল্লেখ্য, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেন ও লিবিয়া। পরে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্ক ছেদের কথা জানায়।

মঙ্গলবার এ ঘটনার পুরো কৃতিত্ব দাবি করে টুইট করেছিলেন ট্রাম্প। ট্রাম্প টুইট বার্তায় এ ঘটনাকে তার সফরের সুফল হিসেবে তুলে ধরেছেন। এছাড়া, একে ‘শেষের শুরু’ হিসেবে উল্লেখ করেন।

টুইট বার্তায় তিনি বলেন, সৌদি আরব সফর এবং দেশটির রাজাসহ ৫০টি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের সুফল ফলতে শুরু করেছে। সফরকালে নেতারা বলেছিলেন তারা উগ্রবাদকে তহবিল যোগানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং সে সময় সবাই কাতারের প্রতি আঙুল তুলেছিলেন। সূত্র: দ্যা হিল

এ জাতীয় আরও খবর