মঙ্গলবার, ৬ই জুন, ২০১৭ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘মানুষের মাথা’ নিয়ে গরু বাছুরের জন্ম (ভিডিওসহ)

AmaderBrahmanbaria.COM
জুন ৪, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : মাথাটা ঠিক একজন মানুষের মত। আর শরীরটা গরুর বাছুরের। ‘ভগবান’ বিষ্ণুর ‘অবতার’ ভেবে তাকেই পূজা করেছে গ্রামবাসী। ঘটনাটি ভারতের উত্তর-প্রদেশের মুজফ্ফরনগরের প্রত্যন্ত এক গ্রামের।

গরু নিয়ে যখন ভারতজুড়ে তোলপাড় চলছিল, ঠিক তখনই এমন খবর পাওয়া যায়। মানুষের মাথা নিয়ে জন্মানো গরুর বাছুরের-এ গুজবে প্রবল হইচই এই মুহূর্তে সোস্যাল মিডিয়ায়। আপলোড করা ভিডিওতে যা দেখা যাচ্ছে, তাতে সংশ্লিষ্ট এলাকার মানুষ ভেঙে পড়েছেন সেটি নিজ চোখে দেখার জন্য।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর মোতাবেক, উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের নিকটবর্তী এক গ্রামে একটি বাছুর জন্মায়, যার দেহ গরুর বাছুরের মতো হলেও মাথাটি অনেকটাই মানুষের মতো। মুহূর্তের মধ্যে খবর রটে যায়, বিষ্ণুর ২৪তম অবতার গরুর বাছুর জন্মেছেন। তার পরে যা ঘটে, তা একমাত্র এদেশেই সম্ভব। জন্মানোর এক ঘণ্টার মধ্যে মৃত বাছুরটির দেহ একটি কাচের বাক্সে রেখে তার সামনে থালা পেতে শুরু হয় ধর্ম-ব্যবসা। কয়েক হাজার মানুষ প্রণাম থেকে পূজো চড়ানো-কোনো কিছুই বাদ রাখেননি সেখানে।

ভিডিও দেখুন:-