করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে
AmaderBrahmanbaria.COM
জুন ১, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে আড়াই লাখ টাকা। বর্তমান অর্থবছরেও করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নারী ও ৬৫ ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা।
অঞ্চলভিত্তিক ন্যূনতম করের হার ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।