শনিবার, ১৭ই জুন, ২০১৭ ইং ৩রা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে বই প্রদান অনুষ্ঠান

AmaderBrahmanbaria.COM
মে ২৬, ২০১৭
news-image

---

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে ও বাংলা ক্যারাভান,অটোয়া,কানাডা‘র সৌজন্যে নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে ২০০টি বই প্রদান হয়। এ উপলক্ষে নাসিরনগর পাবলিক লাইব্রেরী চত্বরে আজ শুক্রবার বই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আবদুল বাকীর সভাপতিত্বে পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য শিবলী চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি কবি মানবর্দ্ধন পাল,সহ-সভাপতি সঞ্জীব দেবনাথ,সাধারণ সম্পাদক ডাঃ অরুণাভ পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যাপক ওসমান গণি সজিব। স¦াগত বক্তব্য রাখেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যাপক জামিল ফোরকান। এ সময় পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলা ক্যারাভান,অটোয়া,কানাডার সৌজন্যে নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে ৫০ হাজার টাকার মূল্যের ২০০টি বই পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলীর কাছে হস্তান্তর করেন। পরে ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর