সরাইলে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ
AmaderBrahmanbaria.COM
মে ২২, ২০১৭

---
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শিক্ষা অফিসের উদ্দোগে আজ সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন বিদ্যালয়ের ১৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার উম্মে ইসরাত, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল, নজরুল ইসলাম (১), মো:নজরুল ইসলাম (২), উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মো: শামছুল আলম, কুট্রাপাড়া পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রগু নাথ রায় ,গুনারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রৌশনারা আক্তার লাকী প্রমুখ।