ফাইনালে হেরেও মুম্বাইয়ের বিরুদ্ধে এই অনন্য রেকর্ড গড়লেন ধোনি
---
স্পোর্টস ডেস্ক :একমাত্র খেলোয়াড় হিসাবে সাতবার আইপিএল ফাইনালে উঠে আগেই অনন্য রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। যে রেকর্ড আর কোনও আইপিএল খেলা ক্রিকেটারের নেই। এই খবরটা অনেকেই জেনে গিয়েছেন এতদিনে।
তবে আর একটি রেকর্ড ধোনি গড়েছেন মুম্বাই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই। তা হল, যতবার মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে উঠেছে, ততবারই বিপক্ষ দলে মহেন্দ্র সিং ধোনিকে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে। এই বছরের আগে মোট তিনবার ফাইনাল খেলেছে মুম্বাই। তিনবারই প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস।
২০১০ সালে মুম্বাই প্রথমবার আইপিএল ফাইনাল খেলে। সেবছর প্রতিপক্ষ ছিল চেন্নাই। সেই ম্যাচ চেন্নাই ২২ রানে জেতে। তারপরে ২০১৩ সালে মুম্বই ২৩ রানে চেন্নাইকে হারিয়ে প্রথমবার আইপিএল জেতে। ২০১৫ সালেও সেই চেন্নাইকেই ৪১ রানে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল জেতে মুম্বাই।
এরপরে এবার ২০১৭ সালে ১ রানে মুম্বাই পুনেকে হারিয়ে আইপিএল জিতল। এবং প্রত্যেকবারই মু্ম্বাইয়ের বিরুদ্ধে কখনও অধিনায়ক হিসাবে তো কখনও খেলোয়াড় হিসাবে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। আগের তিনবার চেন্নাইয়ের হয়ে, আর এবছর খেললেন পুনের হয়ে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দারুন শুরু

বিশ্বকাপ খেলার সুযোগ হারাল ওয়েস্ট ইন্ডিজ ! : খেলতে হবে বাছাইপর্ব
কাতারকে হারিয়েও চ’ড়ান্ত পর্বে ওঠা হলো না বাংলাদেশের
সিলমারা ব্যালট বই দেখেই চলে গেলেন ম্যাজিস্ট্রেট
