অপরাজেয় বাংলার ভাস্কর আব্দুল্লাহ খালিদ আর নেই
AmaderBrahmanbaria.COM
মে ২১, ২০১৭
---
নিউজ ডেস্ক : সৈয়দ আব্দুল্লাহ খালিদমুক্তিযুদ্ধের অন্যতম প্রতীকে পরিণত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের সামনের ভাস্কর্য অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ আর নেই। শনিবার (২০ মে) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভাস্করের সন্তান সৈয়দ আব্দুল্লাহ জহির এ তথ্য নিশ্চিত করেছেন।
জহির জানান, পরিবারের সবাই এখনও হাসপাতালে এসে পৌঁছাননি। তারা পৌঁছালেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২ মে থেকে আব্দুল্লাহ খালিদ হাপানিসহ বার্ধক্যজনিত কারণে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় বৃহস্পতিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।বাংলা ট্রিবিউন