ইসলামিক গেমসে বাংলাদেশকে রুপা এনে দিলেন রাব্বি
AmaderBrahmanbaria.COM
মে ১৩, ২০১৭
---
চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে দারুণ সূচনা করেন রাব্বি হাসান। ৬২৪ স্কোর করে বাছাইপর্বে দ্বিতীয় হয়ে পদকের লড়াইয়ে পৌঁছান তিনি। আজ শনিবার আজারবাইজানের বাকুতে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করেছেন রাব্বি। আর তাতে ইসলামিক গেমসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা পেয়ে যায় বাংলাদেশ।
অথচ সব আলো ছিল আবদুল্লাহ হেল বাকির ওপর। কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই শুটার নামের প্রতি সুবিচার করতে পারেননি। শুরুটা অবশ্য ভালোই করেছিলেন বাকি। ৬২০.৩ স্কোর করে বাছাইপর্বে ষষ্ঠ হয়ে পদকের লড়াইয়ে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত পঞ্চম স্থান অধিকার করেন। তাই পদক বঞ্চিত থাকতে হয়েছে বাকিকে।
চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ওমর আকগুন। তুরস্কের এই শুটার করেছেন ২৪৯.৮ স্কোর।