মঙ্গলবার, ১৬ই মে, ২০১৭ ইং ২রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি হতে পারে!

AmaderBrahmanbaria.COM
মে ১০, ২০১৭

নিউজ ডেস্ক : সমুদ্রের লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিন সারাদেশে টানা বর্ষণ হতে পারে বলে জানিয়েছে অবহাওয়া অধিদফতর। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকাসহ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ফলে বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্র আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসের গতি থাকবে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।