g স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কী কোনো সমস্যা? | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০১৭ ইং ২০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কী কোনো সমস্যা?

AmaderBrahmanbaria.COM
মে ৩, ২০১৭

---

লাইফস্টাইল ডেস্ক :স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়? প্রায় প্রতিদিন এই একি প্রশ্নটা ফাঁস করতে হচ্ছে।

উত্তরটা খুবই সহজ – কোনো সমস্যাই হয় না।। হওয়ার কোনো কারণও নাই।

আমরা জানি – সারা দুনিয়ায় ৩৬% ‘ও’ গ্রুপ, ২৮ ভাগ ‘এ’ গ্রুপ, ২০% ‘বি’ গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় ৪৬% মানুষের রক্তের গ্রুপ ‘বি’। এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ ৫%, সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায় ১৫%।

যেখানে সিংহভাগ রক্তের গ্রুপ ‘বি’ আমাদের দেশে। সেখানে জামাই বউয়ের গ্রুপ মিল হবে সেটাই স্বাভাবিক। এতে কোনো প্রকার সমস্যা হয় না।

কিন্তু স্ত্রীর যদি নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং হাজব্যান্ডের পজিটিভ গ্রুপ থাকে। তাহলে সমস্যা হয়ে থাকে। যাকে জয ওংড়রসসঁহরুধঃরড়হ বলে।

সেটারও সহজ চিকিতসা বা টিকা আছে।
অনেকের ভ্রান্ত ধারনা–বাবা-মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়। এটাও সম্পূর্ণ ভুল ধারনা। কারণ থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোম এবনরমালিটি থেকে হয়।

ডা. সাঈদ সুজনের ফেসবুক থেকে।

এ জাতীয় আরও খবর