বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

চুলে ‘যোগী ছাটে’র হুকুমে ক্ষুব্ধ অভিভাবকরা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুল ছাত্রদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আদলে চুল ছাটের নির্দেশ দিয়েছে। এ নিয়ে অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খবর এনডিটিভির।

রাজ্যের মিরাট শহরে অবস্থিত বেসরকারি রিশাভ একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন অভিভাবকরা। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করেন।

রিশাভ একাডেমি কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো করে চুল না ছেটে আসলে ক্লাসে ঢুকতে দেয়া হবে না বলে শিক্ষার্থীদের সতর্ক করে দেয়।

ওই উদ্ভট নির্দেশে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে স্কুল কর্তৃপক্ষ পরে তা অস্বীকার করে। ছাত্রদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ দুপুরের টিফিনে তাদের নন-ভেজিটেরিয়ান খাবার খেতে নিষেধ করেছে।

তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, তারা শুধু শিক্ষার্থীদের স্কুলের পোশাক এবং ভাল করে চুল আঁচড়ে স্কুলে আসতে বলেছেন।

কারণ হিসেবে উল্লেখ করেছে, স্কুল জীবন থেকেই শৃঙ্খলা শিখতে হয়। আর এ স্কুলে আমিষ খাওয়া বরাবরই নিষিদ্ধ ছিল। এখন এ ইস্যুতে বর্ণবাদী রঙ লাগানো হচ্ছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।

যোগী আদিত্যনাথ গত মাসে রাজ্যটির মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে এখানে উদ্ভট সব নিয়ম-কানুন চালুর চেষ্টা চলছে।