সন্তান দত্তক নিল ঘোড়া
অনলাইন ডেস্ক : সন্তানহীন দম্পতিই কেবল জানেন সন্তানের অভাব কী জিনিস। সন্তান না হলে অনেকেই সন্তান দত্তক নিয়ে মনের কষ্ট দূর করার চেষ্টা করেন। সন্তান নিয়ে মানুষের মধ্যে যে ধরনের আবেগ অনুভূতি কাজ করে তা পশু-পাখির মধ্যে কাজ করে কি না সে বিতর্ক থাকতেই পারে।
তবে এবার এমন একটি ‘ঘোড়া মাতার’ কথা জানা গেছে যেটি কি না সন্তানের অভাব পূরণের জন্য একটি গরুর বাছুরকে গ্রহণ করেছে সন্তান হিসেবে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্মের সময়ই মা’কে হারিয়েছিল বাছুরটি।
এরপর সেটি একটি ঘোড়াকে মা মনে করে বসে। ঘোড়াটিও পরম মমতায় গ্রহণ করে বাছুরটিকে। এক যুগ আগে একবার একটি সন্তান জন্ম দিয়েছিল ঘোড়াটি। কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটি বাঁচেনি।
বাছুরটি ঘোড়াটিকে মা মনে করে দুধ পান করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাদের মনিব বাছুরটিকে বোতলে করে দুধ পান করিয়েছে। দুধ খাওয়ানো ছাড়া বাকি সময় বেশ ভালোই কাটছে ‘মা-শিশুর’। ইউপিআই