মারা গেলেন বিনোদ খান্না, অথচ বিনোদ কাম্বলিকে শ্রদ্ধা!
বিনোদন ডেস্ক :বিনোদ খান্নার মৃত্যুতে বিনোদ কাম্বলিকে শ্রদ্ধা, কথাটা শুনেই যে কেউ চমকে উঠতে পারেন। কেন, কী কারণে, মারা গেছেন একজন আরেকজনকে শ্রদ্ধা জানানো হচ্ছে! আসলে তা হয়েছে ভুল করে।
ভারতীয় অভিনেতা বিনোদ খান্না আজই মারা যান। কিন্তু টুইটারে বিনোদ কাম্বলিকে তাঁর অনেক ভক্ত শ্রদ্ধা জানান। কাম্বলির দুজন ভক্ত এমন কাজ করেছেন। পরে অবশ্য আরেক ভক্ত ভুলটা শুধরে দেন।
অবশ্য এতে বেশ চটেছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। টুইটারে তিনি লিখেছেন, ‘বিনোদ খান্না সব্যসাচী অভিনেতা। তাঁকে সম্মান করা উচিত। তাঁর মৃত্যুতে আমাকে যাঁরা টুইট করেছেন, সৃষ্টিকর্তা তাঁকে নিশ্চয়ই শাস্তি দেবেন। আমাকে ট্যাগ করে টুইট করেছেন যাঁরা, তাঁদের লজ্জা হওয়া উচিত।’
পরে অবশ্য ঘটনা বেশিদূর এগোয়নি। কাম্বলি ট্যাগ করা টুইট অনেকেই মুছে ফেলেন।
শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্যারিয়ার শুরু করেও বেশিদূর এগোতে পারেননি কাম্বলি। ভারতীয় দলের হয়ে ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলে বিদায় নেন তিনি। মাঝে রুপালি পর্দাতেও দেখা গেছে তাঁকে।