g টেকনাফে সাড়ে ২৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৯শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৪ঠা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

টেকনাফে সাড়ে ২৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৬, ২০১৭

---

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সাবরাং নয়াপাড়া হারিয়াখালী সীমান্তে সাড়ে ২৯ কোটি টাকার মূল্যমানের সর্ববৃহৎ ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ইয়াবা চালানের আনুমানিক মূল্য ২৯ কোটি ৪০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি প্রেস সূত্রে জানানো হয়, রবিবার ভোর পৌনে ৫ টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম (বার) এর নেতৃত্বে ব্যাটলিয়ানের একটি বিশেষ টহলদল সাবরাং ইউপিস্থ নয়াপাড়া হারিয়াখালী সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেটের বড় চালান আসার গোপন সংবাদে সেখানে অবস্থান নেয়।

এসময় কয়েকজন লোক ইয়াবা ভর্তি ব্যাগ নিয়ে যাওয়ার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর