লোককবি রমেশ শীল’র ৫০তম মৃত্যুবার্ষিকী আগামী ৬ এপ্রিল
---
নিজস্ব প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল একুশে পদকে ভূষিত লোককবি রমেশ শীলের ৫০তম মৃত্যুবার্ষিকী আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল)। এ উপলক্ষে বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী শীলপাড়ায় কবিয়ালের সমাধি প্রাঙ্গণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকালে তাঁর সমাধিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। বিকেলে রয়েছে রমেশ শিল্পীগোষ্ঠীর পরিচালনায় রমেশ সংগীতানুষ্ঠান, আলোচনা সভা। সন্ধ্যায় তাঁরই রচিত মরমী ও মাইজভান্ডারী গান এবং রাতভর কবিয়ালদের পরিবেশনায় কবিগান। ১৮৭৭ সালে ৯ মে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পূর্ব গোমদন্ডীর শীল পাড়ায় পিতা চন্ডীচরণ শীল ও মাতা রাজকুমারী শীলের ঘরে রমেশ শীলের জন্ম। ১১ বছর বয়সে তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় পিতৃহারা হন তিনি। তাঁর উপর নেমে আসে পরিবারের ছয় সদস্যের ভার। জীবন ও জীবিকার তাগিদে চলে যান করেন বার্মায় (মিয়ানমার)। তাঁর মন প্রাণে মিশে ছিল এদেশের মায়া মমতা তাই তিনি ১৮ বছর বয়সে ফিরে আসেন। পৈতৃক পেশা ক্ষোরকর্ম, স্বর্ণাকার, মুদির দোকানে, চালের গুদামে চাকরি, শৈল্য-কবিরাজী- হোমিওপ্যাথি চিকিৎসা, কবিগান ও গণসংস্কৃতি চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন কর্মময় জীবনে। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর গানে ও কথায় বেজে ওঠে দেশ ও গরীব দু:খী গণমানুষের প্রতিচ্ছবি। কবিয়াল সম্রাট-লোককবি রমেশ শীল ১৯৬৭ সালের ৬ এপ্রিল তিনি জাগতিক মায়া ত্যাগ করেন। বাড়ির পাশে নিজ আখঁড়ায় সমাধি করা হয়। বাংলাদেশ সরকার ২০০২ সালে এ গুণীকে মরনোত্তর একুশে পদকে ভূষিত করে সম্মাননা প্রদান করেন।