g ইঁদুরের মাথা সফল প্রতিস্থাপন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৮ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ইঁদুরের মাথা সফল প্রতিস্থাপন

AmaderBrahmanbaria.COM
মে ৩, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :বছরেরই শেষের দিকে মানুষের মস্তিষ্কের প্রতিস্থাপন করা চেষ্টা করতে যাচ্ছেন চিকিৎসকরা। যা চিকিৎসা বিজ্ঞানীদের কাছে রীতিমতো চ্যালেঞ্জিং একটা বিষয়। তার আগে, ইঁদুরের মাথা সফল প্রতিস্থাপন সেরে স্টেজ রিহার্সল দিয়ে নিলেন চীনের বিজ্ঞানীরা।

এ জন্য বেছে নেয়া হয় ভিন্ন আকারের দু’টি সাদা ইঁদুরকে। ছোট মাথার ইঁদুরটিকে ‘ডোনার’ হিসেবে নিয়ে, তার মাথা গ্রাফটিং করে বসিয়ে দেয়া হয় বড় মাথার রেসিপিয়েন্টের পিছনের দিকে, ঘাড়ের ঠিক ওপরে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সফল গ্রাফটিংয়ের পর ‘ডোনার’ ইঁদুরের মাথাটি স্বাভাবিক ভাবেই চোখের পলক ফেলতে সক্ষম হয়েছে। এমনকী যন্ত্রণার বোধও তার ছিল।

তারা জানিয়েছেন, এই অবস্থায় জোড়া মাথার ইঁদুরটি ৩৬ ঘণ্টা পর্যন্ত বেচে ছিল।

চীনের যে বিজ্ঞানীরা ইঁদুরের মাথা গ্রাফটিং করে জুড়েছেন, এ বছরের শেষে সেই দলটিই প্রথম কোনো মানুষের মাথা প্রতিস্থাপন করতে চলেছেন।