সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিতের পর পাকিস্তান সফর
স্পোর্টস ডেস্ক :পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স দল। গত ২ এপ্রিল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কিছু জানায়নি।
জাতীয় দল কোনোভাবেই পাকিস্তান সফর করবে না তা এক প্রকার নিশ্চিত। কিন্তু হাই পারফরম্যান্স দল কি পাকিস্তানে পাঠাবে বোর্ড? বোর্ডের সহ-সভাপতি মাহবুব আনাম বুধবার ধারণা দিলেন, সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা পেলে পাকিস্তানে দল পাঠাতে পারে বোর্ড! তিনি বলেন, ‘অতীতে আমরা নারী দল পাঠিয়েছি এবং সফল ট্যুরও করে এসেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছিল। বাংলাদেশ থেকে যদি কোনো দল পাকিস্তান সফরে যায় তাহলে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই নেওয়া হবে।’
শাহরিয়ার খান আশাবাদী, হাই পরফরম্যান্স দল বাংলাদেশ সফরে যাবে। হাই পারফরম্যান্স দলের পর জাতীয় দলও পাকিস্তান সফর করবে। ২০০৯ সালের পর পাকিস্তানে বড় কোনো দল সফর করেনি। ২০১৫ সালে সবশেষ জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করেছিল। চলতি বছর প্রথমবারের মত পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল পাকিস্তানে।