নাশকতার ২ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৫, ২০১৭
আদালত প্রতিবেদক : নাশকতার দু’টি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় তিনি এ আবেদন করেন। আবেদনে মামলার অভিযোগপত্র আমলে নেয়ার আদেশ বাতিল চাওয়া হয়েছে। পাশাপাশি মামলার কার্যক্রমের উপরও স্থগিতাদেশ চেয়েছেন।
আগামী রবিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে। ২০ দলীয় জোটের হরতাল চলাকালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে নগরীর দারুস সালাম থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।
গত ১০ আগস্ট ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। এই অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।