শনিবার, ৮ই এপ্রিল, ২০১৭ ইং ২৫শে চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

টাইগারদের সামনে সিরিজ ড্র করার ম্যাচ (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৫, ২০১৭
news-image

টেস্ট আর ওয়ানডের মতো টি-২০’র ভাগ নেবে টাইগাররা ! দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে সিরিজ ড্র করার ম্যাচ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
এদিকে মাশরাফি, সাকিব ্ও তামিমরা চাইছেন সিরিজ ড্র করতে। টেস্ট আর ওয়ানডের মতো টি-২০ সিরিজও ভাগাভাগি করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামবে তারা। মাশরাফি বলেছেন, সিরিজ বাঁচাতে আমাদের সামনে জয়ের বিকল্প নেই। সবাই ভালো খেললে ম্যাচ জেতা সম্ভব। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ম্যাচটিতে ব্যাট-বলে জ্বলে উঠতে পারেননি টাইগার সেনারা। টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে মাশরাফিরা। যা তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
তাই সিরিজটি যদি মাশরাফিরা সমতা দিয়ে শেষ করতে চায় । আর এই লক্ষ্য নিয়েই এই সফরের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কার এই টি-২০ সিরিজ বিশেষ মর্যাদার করে তুলেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম টি-২০ ম্যাচে শুরুর কিছু আগে মাশরাফি অবসরের ঘোষণা দেন। বৃহস্পতিবার সিরিজ শেষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিবেন তিনি।
বাংলাদেশ টি-২০ একাদশ সম্ভাব্য : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল-হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা টি-২০ একাদশ সম্ভাব্য : কুশাল পেরেরা, দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসিলা গুনারতেœ, মিলিন্দা সিরিবর্দানা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্না, নুয়ান কুলাসেকারা, লাথিস মালিঙ্গা, ভিকাম সঞ্জয়া।

এ জাতীয় আরও খবর