ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ প্রাইভেট কার আটক
---
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী হানিফ মেম্বার পালিয়ে যায়। বিজিবি সূত্রে জানা যায়, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সরাইলের অধীনস্থ বিজয়নগরের আলীনগর ক্যাম্পের টহল কমান্ডার নায়েক আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে বর্ডার গার্ড সদস্যরা (বিজিবি) উপজেলার তুলাতলা নামক স্থানে গাড়ি তল্লাশি চালাচ্ছিল। এসময় বিষ্ণুপুর থেকে মাদক বোঝাই একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-৮৮১৮) ওই সড়ক দিয়ে যাবার সময় গাড়ি তল্লাশি দেখে বিষ্ণুপুর ইউপি সদস্য হানিফ মেম্বার গাড়ি রেখে পালিয়ে যায়। হানিফ মেম্বার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের রহিম বাদশার ছেলে। পরে বিজিবি সদস্যরা গাড়ি তল্লাশি চালিয়ে ভারতীয় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ী হানিফ মেম্বার দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় তাকে প্রধান আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র জানায়।