বাঞ্ছারামপুরে ‘নৌকা-প্রতীক’ ভোটের দৌড়ে এগিয়ে কারা ?
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দরিয়াদৌলত ইউনিয়নের তফসিল ঘোষনা করেছে উপজেলা নির্বাচন কমিশন। আগামী ১৬ এপ্রিল শনিবার ভোটগ্রহণ । বৃহস্পতিবার দিনভর ক্ষমতাসীন আওয়ামীলীগের লোকজনের মাঝে নির্বাচনের আমেজ কাজ করতে দেখা গেছে। নৌকা প্রতীক পেতে মরিয়া হয়ে এগিয়ে আছেন ছাত্রজীবন হতে আওয়ামীলীগের নিবেদিত প্রাণ,দলের বিভিন্ন সময় বিভিন্ন পদে আসীন,বর্তমানে দরিয়াদৌলত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমীর হোসেন।তার প্লাস পয়েন্ট হচ্ছে তিনি,বাঞ্ছারামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা মিহলা ভাইস চেযারম্যান জলি আমীরের স্বামী।যেখানে স্বামী-স্ত্রী দুজনেই দলের জন্য শ্রম দেন তাদের ঠেকানো মুশকিল বটে।
এ ছাড়া সদ্য বিদায়ী চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম বেশ শক্ত তার প্রভাবের কথা সবার জানা।তিনি,এলাকার উন্নয়নে অনেক কিছু করেছেন বিশেষ করে শিক্ষা বিস্তারে তার ভূমিকা অপরিহার্য। অন্যদিকে আরেক তরুন নেতা শরিফুল ইসলাম রিপন আরো একধাপ এগিয়ে।নতুন প্রজন্মের আওয়ামী পরিবারের ভোটার সদস্যরা রয়েছেন তার পাশে।বিভিন্ন সূত্রে জানা গেছে,বর্তমান এমপি ক্যা.তাজের খুব নিকট আত্বীয়ের আরো ঘনিষ্ঠ এই নৌকা প্রতিক চেয়ারম্যান প্রার্থী রিপন। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যা. এবি তাজুল ইসলাম মুঠোফোনে জানান,-‘সময় মতো দল যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিবে।আমরা প্রার্থীদের বিগত দিনের প্রোফাইল অনুসন্ধানে আছি।