g কার্ডিফে নির্মিত হচ্ছে শহীদ মিনার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

কার্ডিফে নির্মিত হচ্ছে শহীদ মিনার

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২০, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনে আলতাফ আলী পার্কে অবস্থিত শহীদ মিনারযুক্তরাজ্যে ওয়েলস এর রাজধানী কার্ডিফে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণের জন্য জমি দিয়েছে ওয়েলস সরকার। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি হবে যুক্তরাজ্যে দ্বিতীয় শহীদ মিনার। প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শিগগিরই এই শহীদ মিনার নির্মাণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে দক্ষিণ লন্ডনের আলতাফ আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (বাংলাদেশ সময় সকাল ৬টা) শ্রদ্ধা নিবেদন করবেন দূতাবাসের সকল কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, আগামীকাল সেন্ট্রাল লন্ডনের চেলসি ওল্ড টাউন হলে একুশে ফেব্রুয়ারি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আবদুল গাফফার চৌধুরী,যুক্তরাজ্যে ইউনেস্কো ন্যাশনাল কমিশনের এর চেয়ারম্যানসহ আরও সুধীজন এতে উপস্থিত থাকবেন।বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা বলেন, প্রতিবছর আমরা এ দিনে আলোচনার আয়োজন করে থাকি।

তিনি বলেন,শুধু যুক্তরাজ্য নয় ইউরোপের অন্যান্য দেশের বাংলাদেশ মিশনগুলোতেও এ দিবসটি পালন করা হয়।

এ জাতীয় আরও খবর