শনিবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৬ই ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে স্যামসাং প্রধান গ্রেফতার

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৭

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ঘুষ দেয়ার অভিযোগে শুক্রবার ভোরে স্যামসাংয়ের প্রধান জে ওয়াই লি (৪৮) গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে সিওলের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

ডিটেনশন সেন্টারে জে ওয়াই লিকে একটি টিভি ও একটি ডেস্ক দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় দুর্নীতির অভিযোগে অভিসংশন করা হয় প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। দুর্নীতির সেই মামলাতেই লি-কে গ্রেফতার করা হয়েছে।

প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে জে ওয়াই লি ৪০ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতির তদন্তে তাকে বেশ কিছুদিন ধরেই জেরা করা হচ্ছিল।

তবে যথেষ্ট প্রমাণ না থাকায় জে ওয়াই লিকে গ্রেফতার করা যাচ্ছিল না। সম্প্রতি সরকার পক্ষের আইনজীবী তার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু প্রমাণ দাখিল করেন। এরপরই আদালত লিকে গ্রেফতারের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর