সোমবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১লা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

নারীর সম্পর্কে ১৬ তথ্য জেনে রাখা উচিত

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১০, ২০১৭

অনলাইন ডেস্ক : কথায় বলে, মেয়েদের মন নাকি বোঝা স্বয়ং ঈশ্বরেরও দুঃসাধ্য। সে চেষ্টা করে এসেছেন কবি থেকে শুরু করে গ্ল্যাডিয়েটর- সকলেই। তারপরও কেউ জোরগলায় বলতে পারেননি, তিনি সফল। নারীদের সম্পর্কে জেনে নিন এমনই ১৬ তথ্য।

১. প্রতি ৯০ সেকেন্ডে একজন করে মহিলা অন্তঃসত্ত্বা থাকাকালীন বা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান।

২. দিনে গড়ে ২০,০০০টি শব্দ উচ্চারণ করেন একজন নারী। পুরুষরা সেখানে ৭,০০০ শব্দ উচ্চারণ করেন।

৩. পৃথিবীর সবথেকে ধনী নারীদের বেশিরভাগই তাঁদের বাবা বা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারিণী। সেই সম্পত্তি অবশ্য পরে তাঁরা আরও বাড়িয়েছেন নিজগুণে।

৪. প্রাচীন রোমে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে গ্ল্যাডিয়েটরদের ঘাম মাখতেন নারীরা।

৫. রাশিয়ায় পুরুষদের থেকে নারীর সংখ্যা ৯০ লক্ষ বেশি।

৬. গড়ে জীবনের ১টি বছর নারীরা কাটিয়ে দেন কী পোশাক পরবেন, তা ঠিক করতে।

৭. বছরে গড়ে ৩০-৬৪ বার কাঁদেন একজন নারী। একজন পুরুষ? ৬-১৭ বার।

৮. দিনে গড়ে ৬টি করে মিথ্যা কথা বলেন পুরুষরা। নারীরা? তার অর্ধেকেরও কম।

৯. বমি ভাব, কাঁধে ব্যথা বা বদহজম হলো নারীদের প্রধান ব্যামো।

১০. নারীদের হৃদযন্ত্রের গতি পুরুষদের থেকে বেশি।

১১. পুরুষদের তুলনায় নারীদের জিভে টেস্ট বাড-এর সংখ্যা বেশি।

১২. একটি সমীক্ষা বলছে, লম্বা মেয়েদের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।

১৩. হৃদরোগে মারা যান পৃথিবীর বেশিরভাগ মহিলা।

১৪. মাত্র ২ শতাংশ নারী নিজেদের ‘‘সুন্দরী’’ বলে দাবি করেন।

১৫. গড়ে মিনিটে ১৯বার পলক পড়ে নারীদের। পুরুষদের? ১১ বার।

১৬. প্রায় ৮০ শতাংশ নারী অন্তর্বাস পরার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল করেন।