দক্ষিণ আফ্রিকার শীর্ষে ওঠার লড়াই
স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতেও জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করে। জবাবে ৩২৭ রান করে শ্রীলঙ্কা।
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক উপল থারাঙ্গা। কিন্তু দিন শেষে হাসলেন শুধু ডু প্লেসি। থারাঙ্গা সেঞ্চুরি পেলেও দলকে জেতাতে পারেননি। ৪০ রানের হারে ৫ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পথে সফরকারীরা।
শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হোয়াইট-ওয়াশ করতে পারলে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠবে ভিলিয়ার্সের দল।
কাল সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে পঞ্চম ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। দেখে নিন সম্ভাব্য একাদশ।
দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু, ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডুমিনি, বেহারদিয়েন, ওয়েন পার্নেল, প্রিটরিউস, রাবাদা, তাহির, শামসী।
শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): ডিকওয়ালা (উইকেটরক্ষক), উইরাকোদি, মেন্ডিস, থারাঙ্গা (অধিনায়ক), ধনঞ্জয়া, গুনারত্ন, পাথিরানা, কুলাসেকারা, মাদুশাঙ্কা, কুমারা, সান্দাকান।