সোমবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ১লা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

চারশ পেরিয়ে ভারত

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১০, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়েছে।

স্কোর: ভারত ৪০৩/৩
ব্যাটিং: বিরাট কোহলি (১৫০), আজিঙ্কা রাহানে (৫৩)
আউট: মুরালি বিজয় (১০৮), লোকেশ রাহুল (২), চেতেশ্বর পূজারা (৮৩)

কোহলির দেড়শ: ১৭০ বলে ১৫০ রানের স্বাদ পেলেন কোহলি। ওয়ানডে স্ট্যাইলে ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক। তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি তৃতীয়বারের মত দেড়শ রান অতিক্রম করলেন।

রাহানের হাফ-সেঞ্চুরি: ইনজুরি থেকে ফিরে এসে হাফ-সেঞ্চুরির দেখা পেলেন আজিঙ্কা রাহানে। সাকিবের ফুলটস বল মিড উইকেটে বাউন্ডারিতে পাঠিয়ে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

প্রথম দিন ভারতের: হায়দরাবাদে প্রথম দিনটি ছিল ভারতের। ওভারপ্রতি ৩.৯৫ গড়ে রান করেছেন ভারতের ব্যাটসম্যানরা। বাংলাদেশের আটঁসাঁট বোলিং কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

কোথায় থামবেন কোহলি? দ্যূতি ছড়িয়ে প্রথম দিন ১১১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। প্রশ্ন হচ্ছে, বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান কোথায় গিয়ে থামবেন? গতবছর টেস্টে চারটি সেঞ্চুরি করে তিনটিকেই ডাবলে রূপ দিয়েছিলেন কোহলি। এ বছরের প্রথম সেঞ্চুরিটিকে আজ ডাবলে পরিণত করেন কিনা, সেটাই এখন দেখার!

সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশ: প্রথম দিন বোলিংয়ে বেশি সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ১৩ ওভারে ৪৫ রান খরচ করে ছিলেন উইকেটশূণ্য। আজ সাকিবের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার জ্বলে উঠলে জ্বলে উঠবে বাংলাদেশ।